ইয়ামিন হোসেন ৷৷
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলাসহ বরিশাল বিভাগের ১৪টি উপজেলার নব নির্বাচিত ৪২ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’রা শপথ গ্রহণ করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব শওকাত হোসেন।
বুধবার (১২ জুন) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। এ সময় বিভাগীয় কমিশনার নর্ব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। জনগণ আপনাদের উপর তাদের যে দায়িত্ব অর্পণ করেছে তা সঠিকভাবে পালন করবেন বলে আমাদের বিশ্বাস। কেননা আপনারা সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি বিধায় জনগণ আপনাদের নির্বাচিত করেছে।
শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শহিদুল্লাহ’সহ বিভাগীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
You cannot copy content of this page