লালমোহন প্রতিনিধি।।
লালমোহনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভায় সংগঠনের
ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ছাত্রশিবিরের আয়োজনে মাদরাসা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় ভোলা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা এইচআরডি সম্পাদক জাফর বিন মালেক, লালমোহন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মো. মুরাদ ও উপজেলা অফিস এবং মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরণের মাধ্যমে সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা ছাত্র শিবিরের সভাপতি জসিম উদ্দিন বলেন, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া একাডেমিক পড়াশোনার পাশাপাশি পরকালের কল্যাণের জন্য নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যায়ন করতে হবে।
এরআগে, লালমোহন উপজেলা ছাত্রশিবির নেতা কাজী সালমান হোছাইন উপস্থিত শিবির সমর্থক ও ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, আগামী দিনগুলোতে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দিতে হলে হতে হবে আদর্শ নেতা। যার মধ্যে থাকতে হবে; আল্লাহর উপর ভরসা রেখে কাজ করা, বিনয় ও নম্রতা প্রদর্শন, জ্ঞান অর্জন এবং আনুগত্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা।
অনুষ্ঠিত ওই সাধারণ সভায় ছাত্র শিবিরের নেতারা উপস্থিত সকলের সামনে আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া নিয়মমাফিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগের চেয়েও সংগঠনকে আরো শক্তিশালী করা যায় তারও পরামর্শ প্রদান করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সর্বশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে ছাত্রশিবিরের সাধারণ সভাটি সম্পন্ন করা হয়।
You cannot copy content of this page