স্টাফ রিপোর্টার||
মেঘনার মাঝ নদীতে ঘন কুয়াশায় চল দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মো. সোহেল ও তার বাড়ি ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে।
সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী আতিকুল ইসলাম জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াই’ শ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামক একটি যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রী মারা যান। এ ঘটনায় যাত্রীরা আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানাযায়, সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবচরে আটকা আছে।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মোঃমিজানুর রহমান জানান, ঘন কুয়াশার কারনে এ ঘটনাটি ঘটেছে। তিনি আরও জানান, এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।
এবিষয়ে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার মুঠোফোন চেস্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
You cannot copy content of this page