দৌলতখান প্রতিনিধি ||
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে (দৌলতখান-বোরহানউদ্দিন) ভোলা-২ সংসদীয় আসন-১১৬ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করেছেন এ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মুকুল।
বৃহস্পতিবার (৩০ই নভেম্বর) দুপুরে দৌলতখান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান এর কার্যালয়ে নৌকা প্রতীকের মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল।
দোয়া মোনাজাতে অন্যান্যদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মিয়া, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাাম, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page