নিজাম উদ্দিন দিপু।।
ভোলা সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: আজগর আলী’র সঞ্চালনায় ও সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রফেসর রাজা রাশেদ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম। এছারাও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান। এর আগে আলোচনার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এ.টি.এম রেজাউল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন শুধুমাত্র চাকরি ক্ষেত্রে নয়, সমাজের ও রাষ্ট্রের প্রত্যেক স্তরের বৈষম্যকে দূরীভূত করার অঙ্গীকার নিয়ে এক দফায় এ বিজয় এসেছে। এই বিজয়ের মূল কারিগর আহত ও নিহতদের আমরা ভূলে যেন না যাই সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. এস.এম. মনির হোসেন রাশেদ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ মাসুদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফজলে ইলাহী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম. হাসান উল্যাহ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষা কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page