কলেজ রিপোর্টার ॥
ভোলা সরকারি কলেজে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম। অন্তঃকক্ষ ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ উল্ল্যাহ স্বপনের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এমন এক শরীর চর্চা যা আপনার বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মুভমেন্ট এর মাধ্যমে আপনার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সতেজ রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আবশ্যক।
এছারাও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ মাসুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ.বি.এম মজিবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জামাল উদ্দীন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ.কে.এম হাসান উল্ল্যাহ, ইতিহাস বিভাগের প্রভাষক মো. শাহাবুদ্দিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা ইসলাম পুষ্পসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও প্রতিযোগীগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ হতে ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ক্যারম একক ও দ্বৈতসহ সর্বমোট ৪টি ইভেন্টে প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে বলে জানাযায়।
You cannot copy content of this page