ইসমাইল হোসেন আরিফ ||
ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটিতে ‘মানষ ঘোষ শান্ত’ দ্বিতীয় মেয়াদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং জয় দে কে সাধারন সম্পাদক, মিঠুন চন্দ্র দে কে সাংগঠনিক সম্পাদক ও সুধন চন্দ্র দে কে কোষাধ্যক্ষ করে ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) শহরের কালী বাড়ী রোডের কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে সদর উপজেলা পূর্জা উদযাপন কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন এর মাধ্যমে দু’বছর মেয়াদি এ নতুন কমিটি ঘোষনা করা হয়। সভায় আগামী সাত দিনের মধ্যে নবগঠিত কমিটির পূর্নাঙ্গ রূপ দেয়ার নির্দেশ দেওয়া হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ-সভাপতি বিকাশ মজুমদার, সহ-সভাপতি কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, ভোলা জেলাহিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব বিক্রম রায় কর্মকার, কেন্দ্রীয় কালী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক শ্রী ধ্রুব হালদার , সাংগঠনিক সম্পাদক প্রণয় সাহা, জেলা পূজা কমিটির অন্যতম নেতা অচিন্ত্য মজুমদার, উপ দপ্তর সম্পাদক রাজন সাহা সহ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দরা।
You cannot copy content of this page