ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের জাহানারা আর্কেডের দোতালায় এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামস-উল- আলম মিঠু। টানা তিন ঘন্টা ব্যাপী চলা সভায় বিগত বছরে ক্লাবের কার্যক্রম, এজিএম ও পিকনিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় সকল বিষয়ে প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকসহ ক্লাবের অন্যান্যদের মধ্যে ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক শিমুল চৌধুরী, কোষাধক্ষ্য ইউনুছ শরীফ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক এইচএম নাহিদ, পাঠাগার সম্পাদক এইচ এম জাকির, সাহিত্য ও সাংস্কৃত সম্পাদক এম রহমান রুবেল, নির্বাহী সদস্য আলামিন শাহরিয়ার ও মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব সহ সকলের উপস্থিতিতে আগামী দিনগুলোতে করণীয় বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ৩০শে ডিসেম্বর শনিবার রাত ৭ টায় ভোলার খেয়াঘাট এলাকার বেবিল্যান্ড শিশু পার্কে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নৈশ ভোজের সিদ্ধান্ত গৃহীত হয়।
You cannot copy content of this page