ছোটন সাহা ||
ভোলার অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটারের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক নাসির লিটনকে সভাপতি ও সঙ্গীত শিল্পী মো. তালহা তালুকদার বাঁধনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ এ কমিটি গঠন করা হয়।
ভোলা থিয়েটারের আহ্বায়ক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারেরর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অতনু করঞ্জাই এ কার্য-পরিষদের ঘোষণা করেন। বৈশাখী উৎসব শেষে ভোলা থিয়েটারের এই নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী পরিষদেরর অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে অতনু করঞ্জাই ও আবিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার পারভেজ ও বিপ্লব চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক কপিল দে, অর্থ সম্পাদক আসিফ আল হাসান নিলয়, দপ্তর সম্পাদক আশিক পোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব চন্দ্র মহাজন, অনুষ্ঠান ও প্রশিক্ষণ সম্পাদক পল্লবী দে বৃষ্টি, তথ্য ও গবেষণা সম্পাদক আগ্নেয়ী চক্রবর্তী মোহর এবং নির্বাহী সদস্য পদে মো. জিয়াউদ্দিন জিয়া, আঁখি দে পাল, সাব্বিরুল ইসলাম তুরাজ, জয় দত্ত ও সুস্মিতা দে।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের মুকুন্দ-জীবনানন্দ অঞ্চলের সদস্য সংগঠন ভোলা থিয়েটার ১৯৮৯ সাল থেকে জেলায় নিয়মিত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জেলার সুস্থ সংস্কৃতির ধারাকে বহমান রেখেছে। বর্তমান কমিটি ভোলা থিয়েটার ভবন নির্মাণসহ নুতন নাট্য প্রযোজনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কমিটি ঘোষণা শেষে আহ্বায়ক আশাবাদ ব্যক্ত করেন।
You cannot copy content of this page