চরফ্যাশন প্রতিনিধি॥
ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ নৌ-বাহিনীর কন্টিনজেন্টের সদস্যরা মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করেছেন।
শুক্রবার (১৫ নবেম্বর) মধ্যরাতে নৌবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. লিটন মাঝি এবং মো.সিদ্দিক মোল্লাকে আটক করেন।
পরদিন শনিবার বেলা ১১ টায় লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার এম. ওমর ফারুক। তিনি জানান, আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশী চালিয়ে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে মাদক ব্যবসায়ী ব্যবহারিত দুইটি মোবাইল ফোন, একটি মোটর বাইক এবং নগদ ৪৫ হাজার একশত টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের শশীভূষণ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বাংলাদেশ নৌবাহিনীর এই কর্মকর্তা।
You cannot copy content of this page