দৌলতখান প্রতিনিধি।।
ভোলায় কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমান হাতবোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাত ৫ ঘটিকায় ভোলার দৌলতখান উপজেলার চর মদনপুর থেকে তাদের আটক করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো.রিপাত আহমেদ (স্টাফ অফিসার অপারেশন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দূর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল(৩৬),মামুন মাল(২২)এবং শামীম মাল(১৯) কে বেশকিছু দেশীয় অস্ত্র ও ১০ টি হাতবোমা এবং ১ টি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়।
কোষ্টগার্ড আরো জানায়, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। জনগণের জানমাল নিরাপত্তায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড।
You cannot copy content of this page