আশিকুর রহমান শান্ত।।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪. ৩০ মিনিটে ভেদুরিয়া ৩ নং ওয়ার্ডের শেরেবাংলা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্লাহ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা মাহে আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ডাক্তার।
গুলশান থানা যুবদলের নির্বাহী সদস্য মিয়া মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজ মাষ্টার, ৩ নং ওয়ার্ড যুবদল নেতা সাগর মনির, সুমন মিয়া, বনি-ইয়ামিন, সাদ্দাম হোসেন দালাল, মোঃ রাসেল নোয়াবদ্দী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছে। গত ১৫ বছর এই স্বৈরশাসক শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে কোন সাধারন মানুষকে বাকস্বাধীনতা দেয়নি। বিভিন্ন মামলা-ঝামলায় জড়িয়ে রাজনৈতিক নেতাদেরকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে।
বক্তারা আরও বলেন, আমরা প্রতিশোধ চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতিও চাই না। আমরা দেশের সকলকে নিয়ে সুস্থ ধারায় রাজনীতি করতে চাই। দলের ভিতরে টেন্ডারবাজি, লুটপাটকারি, কোন চাঁদাবাজদের ঠাঁই নেই।
You cannot copy content of this page