ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলার দক্ষিণ আইচা থানায় ডাকাতি, অস্ত্র ও বন আইন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদ (৪০) কে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশের একটি চৌকস টিম।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত অনুমান ১০.০০ টায় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, সাঈদ আহমেদ, পিপিএম দক্ষিণ আইচা থানার তত্ত্বাবধানে এসআই আঃ খালেক, এসআই নেছার উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বছর পলাতক থাকার পর আসামী নুর মোহাম্মদ, সাং- দক্ষিণ আইচা ০৬নং ওয়ার্ড, থানা-দক্ষিণ আইচা, জেলা- ভোলাকে তার বাড়ীর পাশের বেড়িবাধের উপর হইতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
You cannot copy content of this page