মোঃ ওমর ফারুক ||
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণার পর ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা ও গণসংযোগে সরগড়ম হয়ে উঠেছে ভোটের মাঠ।
এই নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন, মিছিল ও জনসভা, উঠান বৈঠক এর মাধ্যে দিয়ে প্রচার প্রচারণা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো। হাট-বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সামাজিক ও রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রহণ নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের এমন প্রচারণায় সরব হয়ে উঠছে পুরো তজুমদ্দিন উপজেলা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীর ৪জন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ৫ জন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আমিন মহাজন, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাসনাইন মুহাম্মদ (সোহেল), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন ফারাজী ও প্রকৌশল বিল্ডার্সের কর্ণধার প্রকৌশলী মো: ফয়সাল আহমেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৪জন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম শিলা, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হনুফা আক্তার রুপা, ফাতেমা বেগম সাজু, মোসাম্মৎ কয়েফুল বেগম শাহ।
এসব প্রার্থীদের প্রচার প্রচারনায় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের গায়েও লেগেছে নির্বাচনি এই হাওয়া। তবে ভোট নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। এলাকার রাহিম নামের তরুন ভোটারের মতে, নির্বাচন এলেই কেবল এসব প্রার্থীদের পা পড়ে প্রত্যন্ত অঞ্চলের জনপদে। নির্বাচন চলে গেলে এসব নেতারা আর খোঁজ খবর রাখেনা এলাকার । তবে দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে যোগ্য প্রার্থী যাচাইয়ে ভোটাররা একটা সূযোগ পাবেন বলে জানান।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, ৫টি ইউনিয়ন নিয়ে তজুমদ্দিন উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৩ শ’ ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৭ শ’ ৪০ জন এবং নারী ভোটার ৪৯ হাজার ৬ শত ৪৮ জন। এ উপজেলায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে ২০২৪ ইং। মনোনয়নপত্র যাচাই- বাছাই ৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯-১১ মে। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানাযায়।
You cannot copy content of this page