সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলার চার আসনে আবারো সাবেক সংসদ সদস্য’রা বিজয়ী

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

ইসমাইল হোসেন আরিফ ||

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ইং এর ভোটগ্রহণ ও গণণা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভোলা জেলার চারটি আসনেই পুনরায় সাবেক সংসদ সদস্যরা বিজয়ী হয়েছেন।

ভোলা জেলার সংসদীয় আসন-১১৫ ভোলা-১ আলহাজ্ব তোফায়েল আহমেদ, সংসদীয় আসন-১১৬ ভোলা-২ আলী আজম মুকুল, সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ নূরুন্নবী চৌধুরী শাওন এবং সংসদীয় আসন-১১৮ ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বেসরকারীভাবে নির্বাচিত ঘোষিত হয়েছেন।

রবিবার (৭ই জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণণা শেষে এই চারজনকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃআরিফুজ্জামান। রবিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন তিনি।

বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, ভোলা সদর আসনে ১লাখ ৮৬ হাজার ৭শ’ ৯৯ ভোট পেয়ে নৌকা মার্কার মনোনিত প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবীদ আলহাজ্ব তোফায়েল আহমেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃশাহজাহার মিয়া (লাঙ্গল মার্কা) ভোট পেয়েছেন ৫ হাজার ৯শ’ ৮০ ভোট। এছাড়া জাতীয় সমাজতন্ত্রিক দল (জাসদ) মনোনিত প্রার্থী মোঃসিদ্দিকুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮শ’ ২১ ভোট। এ আসনে ভোট পরেছে শতকরা ৫৩ দশমিক ১৮ শতাংশ।

ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩শ’ ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবী (জেপি) তিনি পেয়েছেন ৩ হাজার ১শ’ ৯১ ভোট। বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতিকের প্রার্থী মোঃআসাদুজ্জামান পেয়েছেন ২ হাজার ১ ভোট।
বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ফুলের মালা প্রতিকের মনোনিত প্রার্থী ১ হাজার ৩শ’ ১৯ ভোট। এই আসনে ভোট পরেছে শতকরা ৪৫ দশমিক ৯৪ শতাংশ।

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯শ’ ২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী (ঈগল) প্রতিকের মেজর (অব:) মো. জসিম উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ১৭ হাজার ৮শ’ ৮৬ ভোট। এছারাও জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতিকে প্রার্থী মোঃ কামাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬শ’ ৫৩ ভোট। বাংলাদেশ কংগ্রেস এর (ডাব) প্রতিকের প্রার্থী মোঃআলমগীর পেয়েছেন ১ হাজার ৫শ’ ১১ ভোট। এ আসনে ভোট পরেছে শতকরা ৫৪ দশমিক ১৬ শতাংশ।

ভোলা-৪ আসনেও বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪শ’ ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বনন্দ্বী হলেন জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতিকের মিজানুর রহমান, পেয়েছেন ৬ হাজার ৪৩ ভোট। এছারাও স্বতন্ত্র (মাথাল) প্রতিকের প্রার্থী আবুল ফয়েজ পেয়েছেন ৪ হাজার ৮শ’ ২৮ ভোট। তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) প্রতিকের প্রার্থী মো:হানিফ পেয়েছেন ৩ হাজার ২শ’ ৭৮ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি (আম) প্রতিকের প্রার্থী মোঃআলাউদ্দিন পেয়েছেন ২ হাজার ৩শ’ ৮৫ ভোট। এ আসনে শতকরা ৫৮ দশমিক ৮০ শতাংশ ভোট পরেছে। ভোলা জেলা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃআরিফুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোলার চারটি আসনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরনের অভিযোগ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মেজর অবঃ জসিম উদ্দিন দুপুর ১২ টার দিকে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভয়ভীতি প্রদর্শন এবং নৌকা মার্কায় জাল ভোট প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page