টিপু সুলতান।।
ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার আছলামপুর ০৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চ ঘাটের প্রশান্ত পার্ক নামক স্থানে জিও ব্যাগের ওপর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে স্থানীয় এক রিক্সা চালক আসলামপুর ০৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চঘাটের প্রশান্ত পার্ক নামক স্থানে জিও ব্যাগের ওপর এক অজ্ঞাত যুবতীর মরদেহ দেখতে পায়। এসময় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, ওই যুবতীর মরদেহ পানিতে ভেসে এসে চরে আটকে গেছে, তবে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। অজ্ঞাত মরদেহটি এখন পর্যন্ত অক্ষত দেখা যাচ্ছে এবং মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
You cannot copy content of this page