সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলার ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

আশিকুর রহমান শান্ত।। 

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, নির্বাচনী কার্যালয় ভাংচুর ও মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুস।

শনিবার (৪ মে) দুপুর ২টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শুক্রবার (৩ই মে) ভোলার ইলিশা জংশন বাজারে মোটরসাইকেলের সমর্থকদের উপর আনারস প্রতীকের সমর্থকদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুস বলেন, মনোনয়ন পত্র দাখিলের পর থেকেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে আমার কর্মীদেরকে নানাভাবে হুমকী ধামকী দিয়ে আসছে। এমনকি ইউনিয়ন থেকে পৌরসভায় ঢুকতে না দেয়া সহ আমার সমর্থীত এক ইউপি চেয়ারম্যানের হাত কেটে দেয়ারও হুমকী দেয়া হয়। এ সব ঘটনায় মিজানুর রহমান নামের একজন বাদি হয়ে ভোলা থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার নেতৃত্বে থাকা আনারস প্রতীকের সমর্থক স্থানীয় মেম্বার সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ।

সংবাদ সম্মেলনে তিনি, ভোলা সদরে একটি অবাদ নিরপেক্ষ, সুষ্টু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী, সিইসি ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলী নেওয়াজ পলাশ, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী এবং পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যায়  ইলিশায় দু পক্ষের একটি মারমূখী অবস্থার সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা খতিয়ে দেখছি। তবে আজ সকল প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ছিল। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, যিনি নির্বাচন আচরন বিধি লঙ্ঘন করবেন আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এটার কোনো রকমের ব্যত্যয় ঘটবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page