ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলার পুর্ব ইলিশায় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে সুবর্ন নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে ইলিশা জংশন বাজার সোনাডুগি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার শাখা কর্যালয়ে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রতিবন্ধি সনাক্তকরন ক্যাম্পেইনে প্রতিবন্ধী সনাক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় কার্ডগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারি মোঃ আবু বকর তানভির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সহকারি কারিগরি কর্মকর্তা (পুস্টি) জাহিদ হাসান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ইলিশা শাখার হিসাব রক্ষক সঞ্চিতা পাল।
অনুষ্ঠানে দৃস্টি, শারিরিক, ও বুদ্ধি প্রতিবন্ধী ২৪ জনকে সুবর্ন নাগরিক কার্ড বিতরণ করা হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্পের কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ের সমন্বয়ের মাধ্যমে কার্ড বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, পিপিইপিপি-ইইউ প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
You cannot copy content of this page