নিজস্ব প্রতিনিধি ||
কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী আবারো দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের জানান দিতে ভোলায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) অবরোধের সমর্থনে সন্ধ্যা ৭ টায় ভোলা – লক্ষীপুর মহাসড়কে বিএনপি’র নেতাকর্মীরা এ মশাল মিছিল করে।
এসময় ভোলা জেলা বিএনপির আহ্বাবায়ক কমিটির সদস্য-সচিব রাইসুল আলমের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ও ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। মশাল মিছিলটি সন্ধ্যা ৭ টায় ভোলা – লক্ষীপুর মহাসড়কের পরানগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ইলিশা পাইলট বাজার গিয়ে শেষ করে তারা।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক বশির হাওলাদার, ইয়ারুল আলম লিটন, আকতার ফারুক বাচ্চু ও জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি রবিন চৌধুরী, লুকু চৌধুরী, ভোলা উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, মোঃ মাসুম,মোঃ জহির, রিয়াদ হাওলাদার, ভোলা জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
You cannot copy content of this page