স্টাফ রিপোর্টার||
ভোলায় ২ হাজার পিস ইয়াবা সহ মো. আনোয়ার হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে ভোলা সদরের মাদরাসা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা একটি অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৪০৪ টাকাসহ আনোয়ার হোসেন নামে মাদক কারবারীকে আটক করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
You cannot copy content of this page