আশিকুর রহমান শান্ত, বিশেষ প্রতিনিধি ||
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার চার আসনের ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে দুই জনের মনোনয়ন এবং স্থগিত করা হয়েছে এক জনের মনোনয়ন। ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। ভোলা জেলার ৪টি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। ভোলা-১ সদর আসনে মোঃ মিজানুর রহমান (সতন্ত্র) প্রার্থীর ১% ভোটারের স্বাক্ষর গড়মিল থাকায় ও ভোলা-২ আসনের এড. মোঃ জাহাঙ্গির আলম রিটু (বাংলাদেশ কংগ্রেস) পার্টির প্রার্থীর মার্কা নির্দিষ্ট না থাকায় তাদের দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ব্যাংক ঋন থাকায় ভোলা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমানের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।
তবে স্থগিত হওয়া প্রার্থীর বিষয়ে ভোলা জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার আরিফুজ্জামান জানিয়েছেন, ৪ ডিসেম্বর সোমবার সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে চুড়ান্ত তালিকা প্রকাশ করবেন। এবারে ভোলা জেলায় মোট মনোনয়ন সংগ্রহ করেছে ২৮ জন প্রার্থী। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
পরে আজ ৩ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা – ভোলা-১ সদর আসনে ৩জন, ভোলা-২ আসনে ৪জন, ভোলা-৩ আসনে ৫জন এবং ভোলা-৪ আসনে ৫জন সহ মোট ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা।
You cannot copy content of this page