আশিকুর রহমান শান্ত ||
ভোলার চরফ্যাশনে হিটস্ট্রোকে মিরাজ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে দুলারহাট থানার আবুবক্করপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। নিহত যুবক মিরাজ ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রতিবেশী আরিফ জানান, যুবক মিরাজ প্রচন্ড রোদে দুপুরে তার নিজ বাড়িতে কাজ করছিলো। প্রায় দুই ঘন্টা তীব্র রোদে থাকার পর হঠাৎ তার বুকে ব্যাথা অনুভুত হয়। বিকালে ব্যাথা আরোও তীব্র শুরু হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন হাসপাতালে কর্মরত সাব এ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যুবক মিরাজ হিটস্ট্রোকেই মারা গেছেন।
You cannot copy content of this page