সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলায় সামাজিক সংগঠন বিবা’র মানবতার দুয়ারে দরিদ্র ও অসহায় মানুষের ঢল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত

ভোলা জার্নাল রিপোর্ট।। 

ভোলায় বিবা‍‍`র মানবতার দুয়ারে যেন দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের ঢল নেমেছে। প্রত্যেক শুক্রবার সকালে মানবতার দুয়ারে দরিদ্র অসহায় মানুষের ভিড় করলেও শুক্রবার (২২ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত সামাজিক সংগঠন ‘মানবতার দুয়ারে’ শত শত নারী-পুরুষের ঢল নামে। বিবা‍‍`র “মানবতার দুয়ার” এগিয়ে চলছে “মানবতার সেবায়’’।

“আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে “দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) আয়োজনে মানবতার দেয়াল থেকে শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

এমন উদ্যোগকে উৎসাহ দিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো.রকিবুল হাসান। এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল হক, শিক্ষক সাখাওয়াত হোসেন ও সাংবাদিক শিমুল চৌধুরী। বিবা‍‍`র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম।  সাংবাদিক মো. আনোয়ার হোসেনসহ আরো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

মানবতার দুয়ারে চাল পেয়ে খুশি অসহায় পরিবার গুলো। তারা আনন্দের সাথে বলেন, আজকের এই জুমার দিনে আমাদেরকে এক কেজি করে চাল দেওয়া হয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। যারা আমাদেরকে এই খাদ্যের সুযোগ করে দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন অসহায় দরিদ্র এসব মানুষ।

অনুসঠানে অতিথি বক্তারা বলেন, গত প্রায় দেড় বছর ধরে মনিরুল ইসলাম মানবতার দুয়ারের উদ্যোগ নিয়ে সাধারণ অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল, তরি-তরকারি, সবজিসহ বিভিন্ন পোশাক বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অসহায় সাধারণ মানুষের কথা চিন্তা করে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। মানবতার জন্য তিনি এরকম একটি ভালো কাজে এগিয়ে আসায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তশালীরা যদি এভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের গরীব অসহায় মানুষরা একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। এসময় বক্তারা নিজ নিজ যায়গা থেকে এই মানবতার দুয়ারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। গরীব অসহায় মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ‘মানবতার দুয়ার’ এর কার্যক্রম শুরু করেছি। আমরা এই মানবতার কাজে যেভাবে সাংবাদিক, সুধী সমাজ, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামী দিনগুলোতে গরীব অসহায় মানুষের সেবায় আরও অনেক কাজ করে যাবো ইনশাআল্লাহ। নি:স্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। এখানে প্রতি শুক্রবার সকাল ১০টায় এই মানবতার দেয়াল থেকে সবজী বিতরণ অব্যাহত ছিলো ও থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত প্রায় দেড় বছর ধরে ভোলা সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে প্রত্যেক শুক্রবার সকালে দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের মাঝে বিভিন্ন খাদ্য ও বস্র সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page