আশিকুর রহমান শান্ত||
ভোলায় এই প্রথম কোন সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এবং বেস্ট টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে রাস্তায় গুরে বেড়ানো পথ শিশুদের ও বয়স্কদের সঙ্গে করে দুপুরের এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে শতাধিক পথ শিশুদের মাঝে এ খাবারের আয়োজন সহ খেলাধুলার মাধ্যমে শিশুদের মস্তিষ্কে বিকাশ বৃদ্ধির জন্য এই আয়োজন করা হয়েছে। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সমন্নয়ক অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর জেলা সভাপতি নেওয়াজ শরীফ ও ভোলার নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী এ আয়োজন পরিচালনা করেন।
আয়োজনে ভোলা জেলার নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সংগঠনের জেলা সভাপতি নেওয়াজ শরীফ।
এসময় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা এই শিশুদের জন্য কিছু করতে চাই এবং আজকের এই খাবারেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি সহায়তা করে, তাহলে আজকের শিশুগুলো পরিচয় দিতে হবে না তারা পথশিশু। আজকের শিশু আগামীর ভবিষ্যত।
নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আমরা চাই প্রতিটি সমাজের শিশুগুলো যেনো পথশিশু হিসেবে পরিচয় দিতে না হয়। এই জন্য সমাজের বিত্তবান সহ সমাজসেবক হিসেবে যারা আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এই সমাজটা করুনার সমাজ না হয়ে সুন্দর একটা সমাজে পরিনত হবে বলে আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা সমাজের পথশিশু দের পথ শিশু না বেবে পরিবারের একজন সদস্য হিসেবে মনি করি।
এছারাও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমি সুলতানা প্রেমা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাফছা, কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন সহ সংগঠন অতিথি মুসফিকা নাজনীন ও মিতু মজুমদার, আব্দুলা আল মামুন, নাঈম ইসলাম সহ প্রমূখ।
You cannot copy content of this page