ইসমাইল হোসেন আরিফ।।
ভোলায় সাবেক এমপি পার্থ’র বাসায় গুলি চালানো সেই সন্ত্রাসী জাকির’সহ আঃলীগের ১৬ নেতাকর্মীর জামিন না’মঞ্জর। ভোলায় বিএনপি অফিস ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৯ মার্চ) দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামীদের জামিন না’মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো.খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ভাংচুরের ঘটনায় প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন।
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক ভোলা পৌরসভার চার জন কাউন্সিলর’সহ ১৮ জন আসামী রবিবার (৯ মার্চ) ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ঘটনার সাথে আসামীরা সম্পৃক্ত না থাকার অজুহাতে তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানী শেষে আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং বাকী ১৬ জনের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান । এ আদেশের বিরুদ্ধে আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান ওই আইনজীবী।
আসামিরা হলেন, কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলার আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান, সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মো: জাকির হোসেন ওরফে (ডাইলা জাকির) প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা ও কয়েকটি সূত্র জানায়, আটককৃত এসব আওয়ামী নেতাদের সবার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিলো। তবে ফেসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে থাকাকালীন সময়ে ‘জাকির’ হোসেন তুচ্ছ ঘটনাতে প্রকাশ্যে ‘শটগান ব্যবহার করে ভয়ভীতি দেখাতেন মানুষকে। ওই সময়ে এই সন্ত্রাসী জাকির ভোলা-১ আসনের সাবেক এমপি ও বিজেপি চেয়ারম্যান- ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র বাসায় দিনে দুপুরে গুলি চালিয়ে ব্যাপক আলোরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন।
You cannot copy content of this page