ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকায় শর্ট পিচ নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে পরানগঞ্জ বাজার সংলগ্ন পরানগঞ্জ হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। আনন্দ একাদশ বনাম ডুবাই গোল্ড হাউস একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে টসে জিতে ডুবাই গোল্ড হাউস একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য আনন্দ একাদশ টিমকে ৬১ রানের টার্গেট দেয় ডুবাই গোল্ড হাউস একাদশ। ৫ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষে পৌঁছায় আনন্দ একাদশ। ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে ট্রপিসহ একটি ফ্রিজ ও ও রানার্সআপ দলকে এলএডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা বশার চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সাংবাদিক মো. আরিয়ান আরিফ প্রমুখ।
You cannot copy content of this page