আশিকুর রহমান শান্ত।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিতে ভোলার কৃতি সন্তান নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।
জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর উদ্যোগে শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন মনির, লুকূ চৌধুরী, এবি এস সালাম, যুগ্ম সম্পাদক শফি, কামাল মোল্লা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমন, জেলা সেচ্ছাসেবক দলের নেতা বশার চৌধুরী, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, আলাউদ্দিন, পৌর যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মনজুর সহ স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মোনায়েম মুন্না সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন’কে সাধারন সম্পাদক করা হয়েছে।
You cannot copy content of this page