ওমর ফারুক।।
ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র’সহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্টকাত দক্ষিণ জোন। বুধবার (২৫ সেপ্টেম্বর) জেলার দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। আটক ৩ জলদস্যু হলেন, মো: আনোয়ার হোসেন, সোহেল আহমেদ এবং হাসান আলী। তাদের সবার বাড়ি দৌলতখানের খায়ের হাট বাজার এলাকায়।
প্রেস ব্রিফিংয়ে জানা যায়, আটক জলদস্যুরা পেশাদার ডাকাত। তারা বিগত কয়েক বছর ধরে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ডাকাতি করে আসছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। কোস্টগার্ডের প্রেস ব্রিফিংয়ে দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযানে আটক করার সময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ ও ১৫টি দেশীয় অস্ত্র’সহ ১টি অবৈধ মোটরসাইকেল পাওয়া যায় এবং তা জব্দ করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটক তিনজনকে দৌলতখান থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর।
You cannot copy content of this page