ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলায় মোটরসাইকেল অটোরিকসা সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মো. ইমন (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টায় ভোলা – বরিশাল – লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত ইমন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মীর বাড়ি ব্রিজ সংলগ্ন প্রবাসী মো. রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন নিহত ইমন।
প্রত্যক্ষদর্শী আসিফ জানান, ইমন একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল চালিয়ে ভেদুরিয়া রোড থেকে পরাণগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলো। এসময় পরাণগঞ্জ বাজার চত্বরে গিয়ে মোটরসাইকেলটি একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় ইমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাশ দিয়ে যাওয়া চলন্ত একটি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই আহত ও নিহত হন। ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:হাসনাইন পারভেজ বলেন, ইমনের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া চলমান আছে।
You cannot copy content of this page