ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে রোকেয়া বেগম (৪৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের কাঠমিস্ত্রী মোঃআব্দুস সাত্তার মিয়ার স্ত্রী এবং চার সন্তানের জননী।
সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আগে রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার এলাকা সংলগ্ন স্থানে গৃহবধূ রোকেয়া বেগম মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এই তথ্য নিশ্চিত করেছেন।
রোকেয়া বেগমের স্বামী মোঃ আব্দুল সাত্তার জানান, রোববার সন্ধ্যা ৬টায় রোকেয়া বেগম ও তার শাশুড়ি পাশের বাড়ি থেকে টাকা ধার আনতে যান। এসময় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় তাদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।
এই ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমনির হোসেন মিঞা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত বাদেই রোকেয়ার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
You cannot copy content of this page