ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। গতকাল রোববার (২১ জানুয়ারি) রাত ৯টার সময় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরাখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোরাখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন। তারা বাবা ও ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা ব্যক্তিরা মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টার পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
You cannot copy content of this page