সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলায় মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৫১ বার পঠিত

আবিদ হাসান ||

ভোলায় মাদকাসক্ত এক যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা আব্দুর রব (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

রোববার (১৪ই জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ কালীখোলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রব ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের সদূরচর গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে। জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন (৩২) নামের এক বখাটে নেশাগ্রস্ত যুবক ওই নারীর সামনে দাঁড়িয়ে কিছু টাকা ভিক্ষা চায়। ঐ নারী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে শুরু করেন। একই সময় সবজি বিক্রেতা আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। নারীর সাথে অশোভন আচরণ করতে দেখে রব প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন (৩২) তার হাতে থাকা লাঠি দিয়ে সবজি বিক্রেতা আব্দুর রব (৬০) কে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক সুজন (৩২)কে আটক করে এবং আব্দুর রবের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আটককৃত যুবক সুজন একই গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আলি আহমেদ গাজীর ছেলে। বহু বছর যাবত সে মাদকাসক্ত হয়ে বিভিন্ন মানুষকে টাকার জন্য উত্ত্যক্ত করে আসছে বলে অভিযোগ রয়েছে। এছারাও মাদক মামলায় বেশ কয়েকমাস একাধিকবার জেল-হাজতে ছিলেন সুজন। স্থানীয়দের থেকে জানা গেছে দীর্ঘ সময় নেশায় আসক্ত থাকায় বর্তমানে ঘাতক সুজন কিছুটা মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে গেছে।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন মিয়া জানান, খবর পেয়ে  পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুজনকে আটক করতে সক্ষম হয়। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page