বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হাতে হামলার শিকার হয়েছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্য।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, এ ঘটনায় ঘটনাস্থল থেকে আজাদ নামের একজনকে পুলিশ আটক করেছে। বিষয়টি বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গতকাল রোববার বিকেলে একটি স্পিডবোট’ যোগে তিনি তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে যান। ওই সময় তার সঙ্গে পুলিশের ৩ সদস্য এবং ৫ জন নিরস্ত্র কর্মকর্তা-কর্মচারী ছিলেন। এসময় তিনি দেখেন তেঁতুলিয়া নদীতে দুটি নৌকা দিয়ে প্রায় ২৫ থেকে ৩০ জেলে মা ইলিশ শিকার করছে, জেলেদেরকে ধরতে যেতে চাইলে তারা নৌকা থেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক সহ সাথে থাকা আরো দুই জন এএসআই গুরুতর আহত হন ও ঘটনাস্থল থেকে হামলাকারী জেলেরা নদীতে থাকা একটি চরে দৌড়ে পালিয়ে যায়। আটকের চেষ্টাকালে আজাদ নামের এক জনকে সহ আরো দুটি নৌকা জব্দ করতে সক্ষম হন।
You cannot copy content of this page