মোঃ আরিয়ান আরিফ।।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়বাদী আইনজীবী ফোরাম। বুধবার ( ১১ অক্টোবর) সকালে ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাসেত, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান মিয়া ও বর্তমান সাধারণ সম্পাদক ইফতারুলহাসান শরীফ ইফতারুল হাসান প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করছে। আমাদের দাবি, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও এই সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা।
এসময় অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, শাহ মোহাম্মদ আহসান উল্লাহ সুমন, হাবিবুর রহমান বাচ্চু, মোহাম্মদ ইউসুফ সালাউদ্দিন আহমেদ, মশিউর রহমান মুরাদ, জাবেদ ইকবাল, আরিফুর রহমান, এডভোকেট আদিল মাহমুদ সহ আরও অনেক আইনজীবী।
You cannot copy content of this page