মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বরিশাল সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার ইফতারের পর হত্যা মামলার অভিযুক্ত তুষার দেশীয় চাপাতি দিয়ে কুপিয়ে নুরুল ইসলামকে জখম করে। এর পরদিন ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিঞা আসামী তুষারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত তুষারসহ আরও কয়েকজন বৃদ্ধ নুরুল ইসলামকে দেশীয় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে, উল্লেখ করে নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তুষারকে প্রধান আসামি করা হয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
You cannot copy content of this page