বিশেষ প্রতিনিধি ||
নির্বাচনের পূর্ব নির্ধারিত ফলাফলের প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ভোলায় জেলা বিএনপির নেতৃবৃন্দরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। এসময় ৭ই জানুয়ারির ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়েছে তারা।
মঙ্গলবার (৯ই জানুয়ারি) দুপুরে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শহরের ইলিশা বাসস্ট্যান্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য লোকমান গোলদার, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বাপ্পি সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page