নিজস্ব প্রতিবেদক ||
ভোলার লালমোহনে বাস চাপায় শিশুসহ দুই’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আজ রোববার (২৬ নবেম্বর) বেলা ১১.০০ টায় ভোলা – টু – চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী বাজারে এই দুর্ঘটনা ঘটে ।
এসময় দূর্ঘটনায় নিহত হয়েছেন শিশু মোঃ হাসান (৭) লালমোহন পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের মোঃভুট্টো মিয়ার ছেলে এবং নিহত অন্যজন একই উপজেলার পৌর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃজব্বার হোসেন (৫৫)। নিহত দুই জনই সড়কে পথচারী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি বাস চরফ্যাশন থেকে ভোলায় যাওয়ার পথে লালমোহনের লাঙ্গলখালী নামক স্থান অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। পরে দূর্ঘটনা স্থানেই দুজনের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়। জানাগেছে, আহতদের মধ্যে- নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কা জনক। ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃএনায়েত হোসেন এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছারাও এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
You cannot copy content of this page