ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৬) কে ফাহিম মুনতাসির (অমি) নামের এক বখাটে প্রকাশ্যে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত রবিবার (২জুন) ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুরস্থ শ্বশুর বাড়ি চাইনিজ রেস্টুরেন্টের সামনে ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে। অভিযুক্ত কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা শাহজালালের সমাজ সীকৃত বখাটে ছেলে ফাহিম মুনতাসির অমি (২৬) মেয়েটিকে প্রাইভেটে ও স্কুল যাওয়া-আসার পথে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিলো। মেয়েটিকে বিভিন্ন ধরনের অশ্লীল এবং প্রেমের প্রস্তাবে চাপ সৃষ্টি করে আসছে।
এরই মধ্যে মেয়েটি গত ২ জুন সকালে প্রি-টেস্ট পরীক্ষা দিতে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় পেয়ে তাকে বিভিন্ন ধরনের কথা বলে এবং ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুরস্থ শ্বশুর বাড়ি চাইনিজ রেস্টুরেন্টের সামনে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন কুপ্রস্তাবে দেয় তাতে রাজি না হওয়ায় ওপেন রাস্তায় তাকে প্রকাশ্যে মারধর ও গালিগালাহ করে ফাহিম মুনতাসির (অমি)। মোবাইল ফোনে মারধরের ভিডিও ধারণ করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে অমি সেখান থেকে পালিয়ে যায়।
জানা যায়, বখাটে অমি মাদক সহ একাধিক মামলার আসামী।
এ বিষয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা আজাদ জানান, আমি এবিষয়ে ইজ্জত ও ওই ছেলের অভিভাবকদের নানমুখী চাপে থানায় অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে। আমার মেয়ে স্কুল যাতায়াত পথে অমি নামের ছেলেটি বিভিন্ন সময় রাস্তায় উত্যক্ত করতো। বিষয়টি জানার পর আমি তার অভিভাবকদের জানালে, তারা আমাদের কে উলটো বিয়ের প্রস্তাব দেয়। আমার মেয়ের বিয়ের বয়স হয় নায় বলে তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি বলেন, আমি প্রশাসনের কাছে এ বিষয়ে বিচার চাই ও আমার মেয়ের নিরাপত্তা চাই। এছাড়াও এবিষয়ে ভোলা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্শনের দাবি জানান তিনি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ প্রসঙ্গে অভিযুক্ত বখাটে অমি’ ও তার বাবার সাথে যোগাযোগ করলে একাধিকবার চেসটা করেও তাদের পাওয়া যায়নি।
You cannot copy content of this page