ভোলা জার্নাল রিপোর্ট।।
সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ন্যায্য পাওনা’ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচী ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে ভোলা শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকবৃন্দ এ মানববন্ধন করেন। জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১৩ তম গ্রেডে চাকুরীরত আছেন। তারা সরকারের কাছে ১০ তম গ্রেড দাবি করেন। তার পর সরকার ১২ তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু সরকারের ১২ তম গ্রেডের প্রস্তাবনা প্রত্যাখান করে ১০ ম গ্রেড বাস্তবায়নের জন্য এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির ভোলা জেলা শাখার সমন্বয়ক শিক্ষক উম্মে হাবিবার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক শাহ মোঃ ফরিদ, মোঃ আলমগীর, মোঃ কাজী ইকবাল, মোঃ জাকির হোসেন জুয়েল, মোঃ শামসুল আলম, দৌলতখানের আব্দুল খালেক, বোরহানউদ্দিনের মামুনুর রশিদ প্রমূখ। এসময় সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
You cannot copy content of this page