ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলা জেলায় দশটি থানার মধ্যে দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বদলি করা হয়েছে। শনিবার (৬ জুলাই) রাতে ভোলা পুলিশ সুপার মো:মাহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে আরো জানা যায়, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনির হোসেন মিঞা’কে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস্) পুলিশ সুপার কার্যালয়ে বদলি করা হয়েছে এবং ভোলা সদর থানায় দায়িত্বরত ইন্সপেক্টর মো: মিজানুর রহমান পাটোয়ারী’কে ভোলা সদর মডেল থানায় অফিসার ইনচার্জ এর দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও বোরহানউদ্দিন থানার ওসি মো: শাহীন ফকিরকে ভোলা পুলিশ লাইনস এ আরআই’ পুলিশ রিজার্ভ অফিসে বদলি করা হয়েছে এবং লালমোহনের মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাব্বারুল ইসলামকে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা যায়।
গত বছরের জুলাই মাসে শশিভূষণ থানা থেকে মিজানুর রহমান পাটোয়ারীকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপস্ শাখায় বদলি করা হয়। তিনি দীর্ঘ একবছর ওই শাখার দায়িত্বে ছিলেন। পাশাপাশি বদলি হওয়া ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞাকে গত বছরের ডিসেম্বর মাসে বোরহানউদ্দিন থানা থেকে বদলি করে ভোলা সদর মডেল থানায় দায়িত্ব দেয়া হয়। ছয় মাসের মাথায় ভোলা সদর থানা থেকে পুনরায় তাকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপস্ শাখায় বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির’কে গত বছরের ডিসেম্বর মাসে ভোলা সদর মডেল থানা থেকে বোরহানউদ্দিন থানায় বদলি করা হয়েছিলো।
You cannot copy content of this page