ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহদিুজ্জামান বিপিএম এর দিক নির্দেশনায় ভোলা সদর মডেল থানার অফিসার ইনর্চাজের তত্ত্বাবধানে ও প্রত্যক্ষ সহায়তায়, ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়ন হইতে ১০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।
শনিবার (৪ই মে) ০৬.৪৫ মিনিটের সময় এসআই নিঃ) মোঃ মহিউদ্দিন জুয়েল সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ আবুল বাশার, কং/৭১৬ আবরি, কং/৭৪১ মোঃ তরকিুল ইসলাম, ভোলা সদর মডেল থানার আওতাধীন চর সামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালী সাকিনে ০১নং ওয়ার্ডস্থ খেয়াঘাট লঞ্চঘাটের পল্টুনের উপর হইতে র্সবমোট ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ বাবু(৩০), সাং-পৌর কাঠালী, ওয়ার্ড নং-০৮, ভোলা পৌরসভা, থানা ও জেলা-ভোলা কে আটক করেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়ছেে ।
You cannot copy content of this page