ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ, ভোলা জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানার আওতাধীন খেয়াঘাট (লঞ্চঘাট) হইতে ০২ (দুই) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ০৬:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ সামিম সরদার, সংগীয় এএসআই/মোঃ আল-আমিন ও ফোর্স কং/১২৪৯ মোঃ শাওন সিকদার, কং/১০০৬ মোঃ তাজুল ইসলাম, কং/৪৩২ মোঃ হাসিবুল ইসলাম সহ ভোলা সদর মডেল থানাধীন খেয়াঘাট (লঞ্চঘাট) এর পূর্ব পাশে খেয়াঘাট (লঞ্চঘাট) হইতে ভোলা সদরগামী পাকা রাস্তার উপর হইতে ০২(দুই) কেজি গাঁজা সহ ১। মোঃ ইমরান হাং ইমন (৩১), পিতা- মৃতঃ আঃ মালেক হাওঃ, মাতা- আনোরা বেগম, সাং- ইলিশা (ইলিশা বাসস্ট্যান্ড, নয়না রোড, মাঝি বাড়ি), ভোলা পৌরসভা, ১নং ওয়ার্ড এবং ২। মোঃ আবুল হোসেন আবুল (৪৪), পিতা- মৃত- আঃ মতিন, মাতা- রানু বিবি, সাং- বাপ্তা (গুচ্ছ গ্রাম/আদর্শ গ্রাম), ৪নং ওয়ার্ড, উভয় থানা- ভোলা সদর মডেল, জেলা- ভোলা কে আটক করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
You cannot copy content of this page