ভোলা প্রতিনিধি।।
ভোলায় পুলিশের অভিযানে ডাকাত দলের মাস্টার মাইন্ড মোঃ মহসিন (৫১) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) অনুমান দুপুর ১:৩০ ঘটিকায় দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ছিদ্দিকুর রহমান, এসআই নাজমুল হাসান, এসআই রেহান উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি বলেন, আটককৃত আসামি একাধিক ডাকাতি ও অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। মহসিনকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে ভোলা সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আসামি থানায় আছে। যে কয়টি থানায় তার নামে ওয়ারেন্ট আছে সে কয়টি থানায় তাকে প্রেরণ করা হতে পারে।
এদিকে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত মহসিন দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো কয়ছর আহাম্মদ এর পুত্র। থানায় সংরক্ষিত বর্তমান তথ্য মতে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে ওয়ারেন্ট ভুক্ত আসামী।
এরপূর্বে রবিবার (১৩ অক্টোবর) বিকালে বরিশাল রেঞ্জ ডিআইজি মনজুর মোর্শেদ আলম ভোলার পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে “ডাকাত খ্যাত মহসিন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপরাধী যে দলেরই হোকনা কেন, পার পাবে না। তার নামে একাধিক ওয়ারেন্ট থাকলেও দলীয় প্রভাব খাঁটিয়ে বারবার সে রেহাই পেয়ে যাচ্ছে।” সাথেসাথে তাকে গ্রেফতার করার জন্য উপস্থিত পুলিশ সুপার মোঃ শরিফুল হক কে নির্দেশনা প্রদান করেন রেন্স ডিআইজি।
You cannot copy content of this page