স্টাফ রিপোর্টার।।
ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (কেন্দ্র কোড ৪০০২৯) হতে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (৪০০১৯) এ পরীক্ষা কেন্দ্র পুর্নবহালের দাবীতে মানববন্ধন করেন দক্ষিণবঙ্গ ও হীড বেসরকারি পলিটেকনিল্যাল ইনস্টিটিউটের পরীক্ষার্থীবৃন্দ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জানা যায়, ২০১৬ সাল থেকে ভোলার তিনটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড সমাপনী পরীক্ষা ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১০ই নভেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশিত কেন্দ্র তালিকাতে টেকনিক্যাল স্কুল ও কলেজের পরিবর্তে বোরহানউদ্দিন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দেওয়ার প্রতিবাদে ভোলা দুটি বেসরকারি পলিটেকনিক (দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট ভোলা ও হীড পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা) এর শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন।
এসময় শিক্ষার্থীরা দাবি তোলেন, কারিগরি শিক্ষা বোর্ড বর্তমানে প্রকাশিত কেন্দ্র প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সকাল ১০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হলে উক্ত পরীক্ষায় ঐদিন সকালে বাসা থেকে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের নিতে হচ্ছে মানসিক চাপ ও অর্থনৈতিক খরচ হচ্ছে কয়েকগুণ বেশি। মানববন্ধনে শিক্ষার্থীরা আরো দাবি করেন, পূর্বের কেন্দ্র বহাল না রাখলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্র পরিবর্তন না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারি দেন তারা।
You cannot copy content of this page