স্টাফ রিপোর্টার।।
প্রকৃতি সৌন্দর্যে ভরপুর দ্বীপজেলা ভোলা। ভোলার প্রাকৃতিক পরিবেশ ভ্রমণের জন্য খুবি উপযোগী। ভোলার মানুষ খুবই ভ্রমণ প্রিয় তাই ভ্রমণ পিপাসুদের পরিবার নিয়ে আনন্দময় সময় কাটানোর জন্য ভোলার শহরের কাছেই তুলাতুলি মেঘনা নদীর পাড়ে তৈরি করা হয় শাহবাজপুর পর্যটন কেন্দ্র নামের একটি পার্ক। ভোলার মানুষ অবসর পেলে এই নদী তীরবর্তী পার্কটিতে সময় কাটাতে পরিবার নিয়ে ছুটে যান।
কিন্তু সম্প্রতি ঊঠতি বয়সি তরুণ তরুণীরা অশ্লীল এবং বেহায়াপনা ভাবে পার্কটি ব্যবহার করছে যা পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার মতো উপযোগী পরিবেশের ব্যাঘাত সৃষ্টি করছে।
গত ১৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সরজমিনে পরিদর্শনে দেখা যায় সকাল থেকে বিকাল অব্দি তরুণ তরুণীদের অশ্লীল পরিবেশ। এবিষয়ে ইতিমধ্যে কিছু অশ্লীল ছবি ফেসবুকে প্রকাশ পেয়েছে যা রীতিমত ভোলা শহর জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
সচেতন মহলের লোকজন মনে করছেন এমন কর্মকাণ্ড চলতে থাকিলে কিছুদিনের মধ্যে এই পর্যটন স্পটটি সাধারণ মানুষের গ্রহণযোগতা হারাবে এবং বিষয়টি অতি দ্রুত প্রশানের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয়রা।
দুনিয়া ইউনিয়নের নদী তীরবর্তী তুলাতুলির এ পর্যটন কেন্দ্রটির টিকেট ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন মো:দুলাল নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে অর্থনৈতিকভাবে বাড়তি সুবিধা নিয়ে তিনি এসব অশ্লীলতা ও বেহায়াপনার সুযোগ করে দিচ্ছেন স্কুল ও কলেজ পড়ুয়া এসব তরুণ তরুণীদের।
বিনোদন পার্কটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মো: দুলালের সাথে এসব বিষয়ে জানতে চেষ্টা করলে সরেজমিনে ও তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
You cannot copy content of this page