ভোলা জার্নাল রিপোর্ট ||
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি ২০২৪ইং) বিকেল ০৪.০০ টায় ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফুজ্জামান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ভোলা।
এ সময় মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, ভোলা) অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page