লালমোহন প্রতিনিধি ||
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে জাল ভোট দিতে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর দুই পোলিং এজেন্ট গ্রেফতার হয়েছেন। আটককৃত দুই জনই লালমোহন থানা পুলিশের হেফাজতে আছেন।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে লালমোহনের মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে জাল ভোট দেয়ায় তাদের দুজনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার সাহা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার সাহা জানান, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) জসিম উদ্দিনের দুই পোলিং এজেন্ট জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন।
আটককৃতরা হলেন – মোঃকামাল হোসেন (৪২) এবং মোঃ আব্দুর রহিম (২৪)। তারা লালমোহন থানা পুলিশের হেফাজতে আছেন বলে জানা যায়।
You cannot copy content of this page