আগামী ৭ই জানুয়ারী ২০২৪ইং ভোলায় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নয়’৯ শতাধিক নৌ-বাহিনীর সদস্য টহল শুরু করেছে।
বুধবার (৩ ই জানুয়ারি) সকাল থেকে একযোগে ভোলা জেলার চারটি আসনের ৭টি উপজেলায় টহল শুরু করেছেন তারা। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাইরেন বাজিয়ে গাড়ি বহন নিয়ে টহল দিতে দেখা যায় নৌ -সেনাদের। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ভোলার ৭টি উপজেলায় সাতটি কন্টিনজেন্ট নৌ সদস্য মোতায়েন করা হয়েছে।
জানাযায়, মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নৌ-অঞ্চল ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিকেলে ভোলা পৌঁছায়। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন এ বাহিনী। নৌবাহিনীর সদস্যরা ভোটের দিন ও ভোটের আগে পরে দুই দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় ক্যাপ্টেন শরীফুল হক এর নেতৃত্বে ভোলায় দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
এই বিষয়ে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সকাল থেকে নৌবাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, টহল করে নজরদারি দিবেন, এছারাও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। পাশাপাশি কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটলে সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করবেন।
You cannot copy content of this page