বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির ভোলা পৌর শাখার চার (৪) নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্দায় ভোলা পৌর শাখা যুব সংহতির আয়োজনে ৪নং ওয়ার্ডের চরনোবাদ নমস্কুল মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় যুব সংহতি নেতা মো: জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মো:আনোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো:কামাল উদ্দিন সর্দার, ভোলা জেলা জাতীয় যুব সংহতি নেতা মো: ইয়াছিন আরাফাত বাবু, সদর উপজেলা যুব সংহতি নেতা আবু তাহের, ভোলা জেলা ছাত্র সমাজের সাবেক যুগ্ন-আহবায়ক মীর শাওন, মো: লিটন ও মো:ইসমাইল হোসেন আরিফ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন ভোলা পৌর ছাত্র সমাজের সাবেক নেতা মো:এমরান হোসেন।
ভোলা পৌর শাখা যুব সংহতির আহবায়ক মাহিদুর রহমান শুভ’র সঞ্চালনায় অনুসঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নেতৃবৃন্দরা ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোলায় বিজেপির যুব সংহতির সকল ইউনিটে সংগঠনকে গতিশীল করা বাধ্যতামুলক এবং সাংগঠনিকভাবে কমিটি গঠনের মাধ্যমে বিজেপিকে তথা আমাদের দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোল-১ আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’কে এমপি হিসেবে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা পৌর শাখা যুব সংহতি নেতা মো: দুলাল, শিমুল, হানিফ, জাকির, সুমন, মনসুর, আকবর, সিরাজ, হাসান ও কালিমুল্লাহ সহ অন্যন্য নেতৃবৃন্দরা। এছাড়াও ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড যুব সংহতির শতাধিক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page