আশিকুর রহমান শান্ত ||
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভোলার সকল আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরন – বিধি ও অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশনা বিকাল সাড়ে ৪টায় ভোলা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৬ ডিসেম্বর) বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার মোঃ আহসান হাবিব খান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান (বিপিএম সেবা) পিপিএম।
সভায় উপস্থিত ছিলেন ভোলা -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু সহ ৪টি আসনের বিভিন্ন প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন।
সভার শেষে এক প্রেস ব্রিফিং এ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার মোঃ শওকত হোসেন বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্টু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। অবাধ, সুষ্টু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে। তথাপি ভোটারদের মাঝে বিভিন্ন কারনে ভোট প্রদানে অনিহা লক্ষ্য করা যায়। ভোটারদেরকে নির্বিঘ্নে নিরাপদে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারে এমন সুষ্টু পরিবেশ আমাদের সকলকে মিলেই তৈরি করতে হবে। যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে আগ্রহী হয়। ভোট প্রদান শেষে ভোটাররা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে এ বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গণমাধ্যমে বিষয়গুলো যত বেশী প্রচার করবেন, ভোট প্রদানে ভোটারদের আগ্রহ তত বাড়বে বলেই আমরা আশা করি। তাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা এমন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুসরনীয় হয়ে থাকবে। এ বিষয়েও আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
You cannot copy content of this page